সেন্টমারটিন দীপ ভ্রমন- টুরিস্ট গাইড ২৪
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ প্রবেশ পদ সেন্টমার্টিন একটি ছোট দ্বীপ যা বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত । নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা । এটি বঙ্গোপসাগরের উওর - পূর্ব অংশে এবং টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত । আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করে । তারা এটিকে “ জাজিরা ” নামকরণ করেন । বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “ সেন্টমার্টিন ” দ্বীপ নামে নামকরণ করা হয় । দ্বীপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা । উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা এটিই বাংলাদেশের একমাএ প্রবাল দ্বীপ । এর আয়তন ৮ বর্গ কিলোমিটার । ২০০৬ সালের হিসেব অনুযায়ী এর জনসংখ্যা ৭ , ০০০ জন । এবং এর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৭৫ জন । সেন্টমার্টিনের ব্যপি Í তে ছেঁড়াদ্বিপ নামে একটি সংযোযিত অংশ রয়েছে । রাজধানী ঢাকা থেকে এখানে পৌঁছাতে প্রায় ১২ ঘন্টা সময় লাগে । নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টি