Posts

Showing posts from September, 2018

সেন্টমারটিন দীপ ভ্রমন- টুরিস্ট গাইড ২৪

Image
                             সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ  প্রবেশ পদ সেন্টমার্টিন একটি ছোট দ্বীপ   যা   বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত । নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয়   পর্যটন এলাকা । এটি বঙ্গোপসাগরের   উওর - পূর্ব অংশে এবং টেকনাফ থেকে   ৯ কিলোমিটার দক্ষিণে   অবস্থিত । আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করে । তারা এটিকে “ জাজিরা ” নামকরণ করেন । বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “ সেন্টমার্টিন ” দ্বীপ   নামে নামকরণ করা হয় । দ্বীপটির   স্থানীয় নাম নারিকেল   জিনজিরা ।   উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা এটিই বাংলাদেশের একমাএ প্রবাল দ্বীপ । এর আয়তন ৮ বর্গ কিলোমিটার । ২০০৬ সালের হিসেব অনুযায়ী   এর জনসংখ্যা ৭ , ০০০ জন । এবং এর ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৮৭৫ জন । সেন্টমার্টিনের ...

নীলসাগর নীলফামারী - টুরিস্ট গাইড ২৪

Image
                                                নিলফামারী নিলসাগর      নীলফামারী ঘুরে : নীলসাগর  পানি সমুদ্রের মতো নীল নয় , নেই সাগরের উত্তাল ঢেউ ; নিম্নচাপের প্রভাবে গর্জে ওঠে না এটি , ভয় নেই জলোচ্ছ্বাসেরও। এরপরও এর নাম সাগর , নীলসাগর। বলছি , উত্তরবঙ্গের সমৃদ্ধ জেলা নীলফামারীর বেশ পরিচিত পর্যটন স্পট নীলসাগর দিঘীর কথা।   নীলফামারী-দেবীগঞ্জ সড়কের পাশে অবস্থিত বিশাল দিঘীটির কোমল বাতাস আর শান্ত জল যেনো নিমিষেই ক্লান্তি দূর করে দেয় কোনো পথিকের। ভুলিয়ে দেয় মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েনও!   নিত্যদিনই ঐতিহ্যবাহী দিঘীটি দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। কোনো পথিকও পাশ দিয়ে যাওয়ার সময় এক পলক দেখে এর শানবাঁধানো ঘাটে হাত ভিজিয়ে যান। অনেকে ছুটে আসেন পরিবার-পরিজন নিয়েও।   নিলসাগর নীলসাগর ...