স্বপ্নপুরি দিনাজপুর - টুরিস্ট গাইড ২৪
স্বপ্নপুরী দিনাজপুর স্বপ্নপুরীর প্রবেশ পথ অবস্থান স্বপ্নপুরী রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। যা উপজেলা সদর থেকে ১৫ কি:মি: উত্তর দিকে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীন খালিপপুর মৌজার মধ্যে পরে । ইতিহাস কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: দেলওয়ার হোসেন তার অক্লান্ত শ্রম ও অর্থের বিনিময়ে ১৯৮৯ সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন। বর্তমানে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো: শিবলি সাদিক এম. পি ' র অধীনে এটি চালু আছে। আয়োজন এখানে বিভিন্ন রাইডস , চিড়িয়াখানা , রেস্ট হাউজ , বাগান , হ্রদ , বিশ্বের বিভিন্ন প্রজাতির মাছ , ' রংধনু ' আর্ট গ্যালারি , ' মহা মায়া ইন্দ্রজাল ' নামে জাদুর গ্যালারী এবং কেন্দ্রীয় পিকনিকের একটি কেন্দ্র আছে। ভি , আই , পি , রেস্ট হাউস ১০টি , মধ্যম শ্রেণীর ১৪ টি এবং অন্যান্য ০৮ টি রেষ্ট হাউস নির্মাণ করা হয়েছে। বর্তমানে আরও রেষ্ট হাউস নির্মাণসহ স্বপ্নপুরীর উন্নয়নের কাজ চলছে। কেবলকার , ঘোড়ারগাড়ী , চিড়িয়াখানা , কৃত্রিম চ